তাসকিনের জোড়া শিকার, চাপে শ্রীলঙ্কা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ৬:৫৬ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরিজে ১-১ সমতা হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার সকালে চট্টগ্রামে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টা থেকে। আগের ম্যাচ দুটি হয়েছিল দিবারাত্রির।

১৪.৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৫রানে ব্যাট করছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

দিনের শুরুতেই নিশাঙ্কাকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দিয়েছেন তাসকিন। তার ফুল লেংথের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরার আগে মাত্র ১ রান করেন নিশাঙ্কা।

বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। লিটন দাস বাদ পড়েছেন এ ম্যাচের আগে। তবে তার জায়গায় দলে নেওয়া জাকের আলী সুযোগ পাননি। খেলবেন আরেক ওপেনার এনামুল হক। চোটে ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। শ্রীলঙ্কা দলে চোটে ছিটকে যাওয়া পেসার দিলশান মাদুশঙ্কায় জায়গায় শ্রীলঙ্কা খেলাচ্ছে স্পিনার মহীশ থিকশানাকে।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিস্কা ফার্নান্ডো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা,জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।