৬৪ দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ

Sanchoy Biswas
বাংলাবাজার স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৫ | আপডেট: ৮:৪৯ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে। ২০৩০ সালে শততম বছর পূর্ণ করবে প্রতিযোগিতাটি। যে কারণে বৈশ্বিক এই আসরটির শতবর্ষ বিশেষভাবে উদযাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলানোর কথা ভাবছে সংস্থাটি।

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ বিশ্বকাপের। ১০০ বছরের উদযাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফরাসি কাপের শেষ ৩২ থেকেই ছিটকে গেল পিএসজি

ফিফার এক কর্মকর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।” ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপে পারফর্ম করতে পারে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। তাদের সঙ্গে কথা বলছে ফিফা। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় কোল্ডপ্লের অনুষ্ঠানটি আয়োজনের ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি

প্রসঙ্গত, ২০৩০ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে হবে। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে তিনটি বিশেষ ম্যাচ। আয়োজক না হয়েও তিন লাতিন দেশে শুরুর ম্যাচগুলো দিয়ে টুর্নামেন্টটির পর্দা উঠবে। ২০৩০ সালের ৮ জুন শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ২১ জুলাই।