ইতিহাস গড়া নারী ফুটবল দলকে মধ্যরাতে সংবর্ধনা দিল বাফুফে
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলকে মধ্যরাতে জমকালো সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার দিবাগত রাত ৩টার পর ঢাকার হাতিরঝিল এম্ফিথিয়েটারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
নারী ফুটবলাররা রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের সরাসরি নিয়ে যাওয়া হয় সংবর্ধনা স্থলে। রাত ৩টা ১৫ মিনিটে তারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
আরও পড়ুন: নারী ফুটবলের সাফল্য পুঁজি করে বাণিজ্যের অভিযোগ
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, কোচ পিটার বাটলার
বক্তারা নারী দলের এই অর্জনকে দেশের ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেন এবং তাদের আরও এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানান।
আরও পড়ুন: ভারতকে ১৯১ রানে হারিয়ে শিরোপা জিতলো পাকিস্তান
বাফুফে জানায়, সময় সংকটের কারণে মধ্যরাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে রওনা হচ্ছেন। আরও তিনজন ফুটবলার দু’দিন পর দেশের বাইরে যাবেন। তাই পুরো দলকে একসঙ্গে রেখে তাৎক্ষণিকভাবে সংবর্ধনার আয়োজন করা হয়।
এর আগে নারী দল মায়ানমার থেকে থাইল্যান্ড হয়ে রবিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়। দলটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নেয়, যা দেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক অর্জন।
এই সাফল্য শুধু একটি দলের নয়, এটি গোটা বাংলাদেশের গর্ব। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্যের প্রত্যাশায় তাকিয়ে আছে গোটা দেশ।





