চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া কাপ ২০২৫ ও আসন্ন নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিসিবির পক্ষ থেকে এই দল ঘোষণা করা হয়।

এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার। একইভাবে দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন সাইফ হাসান এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়, নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু

তবে দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-রও। এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজ-এর; তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তার সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে এবং বাকি ৮টি ম্যাচ আবুধাবিতে।

আরও পড়ুন: ভুটানের সঙ্গে ড্র, শিরোপা হারানোর পথে বাংলাদেশ

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান।

বাংলাদেশের সূচি:

১১ সেপ্টেম্বর: বনাম হংকং

১৩ সেপ্টেম্বর: বনাম শ্রীলঙ্কা

১৬ সেপ্টেম্বর: বনাম আফগানিস্তান

এই তিনটি গ্রুপ পর্বের ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশের স্কোয়াড (এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ): লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন

স্ট্যান্ডবাই খেলোয়াড়রা: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ

এশিয়া কাপকে সামনে রেখে এই দল নিয়ে ইতিবাচক আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচকরা জানান, বর্তমান ফর্ম, অভিজ্ঞতা এবং কন্ডিশন বিবেচনায় নিয়েই স্কোয়াড গঠন করা হয়েছে।