বাফুফের নজর এখন ফেসবুকে, মাসে ৩–৫ লাখ টাকার বাজেট

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:১৪ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ফুটবলে উন্নয়নের জোয়ার দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলে এত উন্নয়ন আগে হয়নি বলেই মনে করছে সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম বাড়াতে উদ্যোগ নিয়েছে বাফুফে।

আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়, নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু

গত শনিবার বাফুফের সভায় সিদ্ধান্ত হয়, ফেসবুক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা বাজেট রাখা হবে। এর আগে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রায়াল ব্যাসিসে তিন মাস ফেসবুক পেজ পরিচালনা করে বাফুফে। ওই সময় নাকি প্রতি মাসে ১ হাজার ৩০০ ডলার আয় হয়েছিল ফেডারেশনের।

আরও পড়ুন: ভুটানের সঙ্গে ড্র, শিরোপা হারানোর পথে বাংলাদেশ

বর্তমান প্রতিষ্ঠানটিকে কাজ চালিয়ে যেতে বললে তারা মাসে ৫ লাখ টাকা দাবি করে। তবে সভাপতি তাবিথ আউয়াল নির্দেশ দিয়েছেন, কাজ অবশ্যই টেন্ডারের মাধ্যমে দিতে হবে। বাফুফের ধারণা, টেন্ডারের মাধ্যমে মাসে ৩ লাখ টাকার মধ্যেই ফেসবুক কার্যক্রম চালানো সম্ভব। এ বিষয়ে প্রকিউরমেন্ট কমিটি যাচাই-বাছাই করছে।

বাফুফে পরিকল্পনা করছে, থার্ড পার্টির মাধ্যমে ফেসবুকে ভিউ বাড়াতে কনটেন্ট তৈরি করা হবে। সেখান থেকেই আয় করবে ফেডারেশন। সিনিয়র কর্মকর্তাদের মতে, ফুটবলের মাঠে ভালো ফল আসলে ভিউ এমনিতেই বাড়বেএই তত্ত্বে তারা একমত নন। তাঁদের মতে, এখনই ফেসবুকে ফোকাস করা জরুরি।