পাকিস্তানের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসিতে নালিশ

গত ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে মাঠের পারফরম্যান্স ছাড়াও অন্য একটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ চলাকালীন পাকিস্তানের দুই খেলোয়াড় সাহিবজাদা ফারহান ও হারিস রউফের কিছু ভঙ্গিমা ঘিরে আলোচনা শুরু হয়, যা ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করতে বাধ্য করেছে।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) বিসিসিআই ইমেইলের মাধ্যমে আইসিসিকে অভিযোগ পাঠিয়েছে এবং সেটি আইসিসি সেই নালিশ গ্রহণও করেছে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
ম্যাচ চলাকালে সাহিবজাদা ফারহান হাফ সেঞ্চুরি করার পর উদযাপনের সময় একে-৪৭ রাইফেল থেকে গুলি করার ভঙ্গি করেন। অন্যদিকে, ভারতের ব্যাটিংয়ের সময় বাউন্ডারির ধারে দাঁড়িয়ে হারিস রউফ যুদ্ধবিমান ভূপাতিত করার মতো একটি ভঙ্গি করেন। এই দুই ঘটনাকেই ‘ইঙ্গিতপূর্ণ ও অনভিপ্রেত’ বলে মনে করছে ভারতীয় বোর্ড।