বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ
বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান গড়লেন নতুন বিশ্বরেকর্ড। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের মালিক এখন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার (৩ অক্টোবর) এই কীর্তি গড়েন মোস্তাফিজ। ম্যাচ শুরুর আগে সাউদির চেয়ে তিনি মাত্র তিনটি ডট বল পিছিয়ে ছিলেন। ইনিংসে ৭টি ডট দিয়ে সেই ব্যবধান পেরিয়ে রেকর্ডটি নিজের করে নেন তিনি।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
এর আগে সাউদি তার ক্যারিয়ারে ১২৬ ম্যাচের ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮টি ডট দেন। সেই রেকর্ডই ভেঙেছেন মোস্তাফিজ। ১২০ ইনিংসে ২৬১৬টি বল করে তার ডট এখন ১১৪২—অর্থাৎ কম ইনিংস ও কম বলেই অর্জন করেছেন নতুন উচ্চতা।
তবে উইকেটসংখ্যায় এখনও সাউদির চেয়ে কিছুটা পিছিয়ে আছেন মোস্তাফিজ। কিউই পেসারের ঝুলিতে রয়েছে ১৩৯ উইকেট, আর টাইগার তারকার সংগ্রহ ১৫২ উইকেট নিয়ে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ শিকারি। তাকে ছাড়িয়ে যেতে প্রয়োজন আরও ১৩ উইকেট।
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান, যিনি ১০৫ ম্যাচে নিয়েছেন ১৭৯ উইকেট।
মোস্তাফিজের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় যোগ করেছে। বিশ্ব ক্রিকেটে তার ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করছে টি-টোয়েন্টিতে ‘দ্য ফিজ’ এখনো ভয়ংকর এক নাম।





