ইতিহাস গড়ার পথে

মিরপুরে ব্যাটিংয়ে ঝড় তুলেছে বাংলাদেশ

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:০৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিরপুরে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটি ইতিহাস রচনা করেছে। আগের দুই ওয়ানডেতে দুইশো পেরোতে স্টগাল করা বাংলাদেশ আজ ১৬ ওভার শেষেই শতরান পার করেছে, এবং সেটি কোনো উইকেট হারানো ছাড়াই। গত দশ বছরের মধ্যে মিরপুরে উদ্বোধনী জুটিতে এটি সর্বোচ্চ রানের নজির।

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আজ সাইফ হাসান ও সৌম্য সরকার সেই রেকর্ডের পথে হাঁটছেন।

আরও পড়ুন: রিশাদের ঝড়ে দুইশ ছুঁলো বাংলাদেশ, ওয়ানডে সিরিজে শক্ত অবস্থানে টাইগাররা

প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারের শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে। দুই ওপেনারই ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন। সৌম্য সরকার ৫৫ বলে ৬২ রান করেছেন, আর সাইফ হাসান ৪৭ বলে ৫৩ রানে আছেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি স্পর্শ করলেন সাইফ।

সিরিজে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করতে পারত, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের দল সুপার ওভারে ১ রানে হেরে যায়। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিরিজের ভাগ্য নির্ধারিত হবে। আজ টস জিতে স্বাগতিক বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: মুক্তিপণ না দেওয়ায় সেনেগালি তরুণ গোলরক্ষকে হত্যা

মিরপুরের কালো পিচে দ্বিতীয় ওয়ানডেতে স্পিন দিয়ে পুরো ৫০ ওভার খেলার রেকর্ড তৈরি করেছিল সফরকারী ক্যারিবীয়রা। আজও স্পিন আক্রমণেই শুরু হয়েছে ম্যাচ। তবে আকিল হোসেনের প্রথম ওভারেই দুই চার মেরে ঝড়ের বার্তা দিয়েছেন সাইফ হাসান। এরপর আগ্রাসী রূপে উপস্থিত হয়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশের এই শক্তিশালী শুরু তৃতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের জন্য তাদের অবস্থান আরও শক্ত করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬২ রান।