বিপিএল মাঠে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের মৃত্যু

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির। ছবিঃ সংগৃহীত
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির। ছবিঃ সংগৃহীত

বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই নেমে এলো শোকের কালো ছায়া। মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিপিএলের আসর শুরু করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে মাঠে গা গরম করাচ্ছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন: দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া: সাকিব

ঘটনাস্থলেই দ্রুত তাকে সিপিআর দেওয়া হয়। এরপর তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় বিপিএলের ক্রিকেটাঙ্গনে শোকের আবহ নেমে এসেছে। সতীর্থ কোচ, খেলোয়াড় এবং কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। মাঠের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকস্তব্ধ পরিবেশে।

আরও পড়ুন: ইমাদ–সাব্বিরের নৈপুণ্যে বিপিএলে প্রথম জয় ঢাকা ক্যাপিটালসের