শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই ক্রিকেটে ফিরতে রাজি ক্রিকেটাররা

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৪ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্রিকেটারদের সংগঠন কোয়াব সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে এবং আগামীকাল শুক্রবার থেকে খেলায় ফিরতে আগ্রহী। তবে এর জন্য তারা কিছু শর্ত দিয়েছে।

আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা ছিল। কিন্তু কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘সব ধরনের ক্রিকেট বয়কট’ অনুযায়ী আজকের বিপিএল ম্যাচও বয়কট করা হয়েছে। ফলে আজকের দুটি ম্যাচ স্থগিত হয়েছে। তবে দিনের শেষে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে তারা ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে।

আরও পড়ুন: ক্রিকেটারদের বয়কট, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

কোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা উপলব্ধি করেছি, নারী জাতীয় দল বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দল সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে, অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ রাখার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। বিপিএলও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।”

কোয়াব বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানিয়েছে, “যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে, সেই সময় আমরা দিতে চাই। আশা করি, প্রক্রিয়াটি চলতে থাকবে।”

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল

সংগঠনটি আরও জানিয়েছে, “পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। আমরা আশা করি, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন। যদি তিনি ক্ষমা জানান এবং তার পদ সংক্রান্ত প্রক্রিয়া চলমান থাকে, আমরা শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত।”