আপনার ফোনে ম্যালওয়্যার আছে কি না বুঝবেন কীভাবে

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৫৩ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ  অফিস, ব্যাংকিং, 쇼পিং, ছবি-ভিডিও সবই এক ডিভাইসে। একই কারণে ফোন সাইবার অপরাধীদের টার্গেটও বেশি। একবার ম্যালওয়্যারে আক্রান্ত হলে ফোন ধীরগতির হয়ে যায়, ডেটা চুরি হয় এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। নিচে ম্যালওয়্যার সংক্রমণের সাধারণ লক্ষণ ও কীভাবে নিশ্চিত করবেন ও কী করবেন — সবকিছু ধাপে ধাপে দেওয়া হলো।

ম্যালওয়্যার আক্রান্ত ফোনের সাধারণ লক্ষণ

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরালো টিকটক

ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া

হঠাৎ ব্যাটারি লাইফ বড় মাত্রায় কমলে ভাবুন—ব্যাকগ্রাউন্ডে কোন অচেনা প্রক্রিয়া চলছে কি না।

আরও পড়ুন: সিঙ্গাপুরের শীর্ষ হাসপাতালে ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার

ডেটা খরচ বেড়ে যাওয়া

ম্যালওয়্যার প্রায়ই নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা পাঠায়/গ্রহণ করে। অস্বাভাবিক ডেটা বাড়তি খরচের ইঙ্গিত।

ফোন ধীরগতি বা হ্যাং করা

অ্যাপ খুলতে বা স্ক্রল করতে দেরি হলে, ব্যাকগ্রাউন্ড প্রসেসর জ্বালানো হচ্ছে কি না পরীক্ষা করুন।

অচেনা অ্যাপ/পপ-আপ বিজ্ঞাপন দেখা

আপনি ইনস্টল না করা অ্যাপ দেখলে বা বারবার পপ-আপ এলার্ট আসলে সতর্ক হোন।

ফোন অতিরিক্ত গরম হওয়া

বেকগ্রাউন্ডে ক্রমাগত প্রসেস চালালে ডিভাইস গরম হয়ে যায়—এটাও সতর্কতার লক্ষণ।

কীভাবে নিশ্চিত করবেন 

ব্যাটারি ও ডেটা ইউসেজ চেক করুন

সেটিংসে গিয়ে কোন অ্যাপ বেশি ব্যাটারি/ডেটা নিচ্ছে তা দেখুন অচেনা বা অননুমোদিত অ্যাপ হলে সন্দেহ করুন।

অ্যাপ পারমিশন ও ইনস্টল লিস্ট রিভিউ করুন

ইনস্টল করা অ্যাপগুলো দেখুন; অজানা উৎস থেকে যেগুলো এসেছে সেগুলো আনইনস্টল করুন।

ভ্যালিড সিকিউরিটি অ্যাপ দিয়ে স্ক্যান করুন

Google Play Protect-এর পাশাপাশি বিটডিফেন্ডার, নর্টন, অ্যাভাস্ট ইত্যাদি বিশ্বস্ত অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করে কাঁচা-স্ক্যান করুন।

ব্রাউজার-এক্সটেনশন ও ট্রাস্টেড সেটিংস রিভিউ করুন

ব্রাউজারে অচেনা এক্সটেনশন থাকলে সরিয়ে ফেলুন। অটো-ডাউনলোড বা অচেনা অটো-রান সেটিং বন্ধ করুন।

সিস্টেম ও অ্যাপ আপডেট দিন

অপারেটিং সিস্টেম ও ইনস্টল করা অ্যাপগুলো সর্বশেষ সংস্করণে আপডেট রাখুন — নিরাপত্তা প্যাচগুলো ম্যালওয়্যার প্রতিরোধ করে।

ফ্যাক্টরি রিসেট 

সব উপায় ব্যর্থ হলে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট করুন। রিসেটের পরে কেবল বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ পুনরায় ইনস্টল করুন। কীভাবে প্রতিরোধ করবেন (প্রকট নির্দেশাবলী) অবিশ্বস্ত ওয়েবসাইট বা অনিচ্ছাকৃত লিঙ্কে ক্লিক করবেন না। গুগল প্লে বা অ্যাপ স্টোর ছাড়া থার্ড-পার্টি উৎস থেকে অ্যাপ ইনস্টল করবেন না। নিরাপত্তা অ্যাপ নিয়মিত চালান এবং ব্যাটারি/ডেটা রিপোর্ট মনোযোগ দিয়ে দেখুন। সন্দেহজনক SMS/ইমেইলে ব্যক্তিগত বা আর্থিক তথ্য কখনো দেবেন না। পাবলিক ওয়াই-ফাই-তে সংবেদনশীল কাজ (ব্যাংকিং/পাসওয়ার্ড) এড়িয়ে চলুন অথবা ভিপিএন ব্যবহার করুন।