ঘন কুয়াশা ও তীব্র শীত আর কতদিন জানালো আবহাওয়া বিভাগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সূর্যের দেখা না মেলায় দিনভর কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সকালে দৃশ্যমানতা অনেক জায়গায় কমে যায়।

কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও পথশ্রমিকরা।

আরও পড়ুন: ২১ জেলায় শৈত্যপ্রবাহ সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় আগামী ৩ থেকে ৪ দিন সারা দেশে ঘন কুয়াশা থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কোনো কোনো এলাকায় তা দুপুর পর্যন্তও অব্যাহত থাকতে পারে।

এদিকে শীতের দাপটে হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শীতজনিত নানা রোগের প্রকোপ। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন: সারাদেশে ঘন কুয়াশা অব্যাহত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস