বাউফলে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১০
পটুয়াখালীর বাউফলে নির্বাচনে একটি কেন্দ্র থেকে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দিন এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতেই ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতেই রাতেই নয়জন ও বুধবার দুপুরে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- মো. ইউনুচ (৩০), জহিরুল ইসলাম (৪২), জাহিদুল ইসলাম (১৯), আনিচুর রহমান মুন্সি (৪৫), সজিব হাওলাদার (২২), সিজান মাহমুদ (১৯), আরিফুর রহমান (২৫), আনোয়ার মোল্লা (৩৮), জুয়েল চৌকিদার (২৭) ও হাফিজুর রহমান (৬২)। তারা সবাই একই ইউনিয়নের নাজিরপুর ও ছোট ডালিমা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
৬ সেপ্টেম্বর সারাদিন উপ-নির্বাচনে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করে পুলিশ সদস্যরা বিকেল সোয়া ৫টার দিকে ফিরে যাচ্ছিলেন। নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান। সে সময় একদল সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজীব আহত হন। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।





