মাইক্রোবাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৩ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৩
ফাইল ছবি
ফাইল ছবি

দিনাজপুর চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।

রবিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনায় নিহত রুহুল আমীন (৩৯)  পার্বতীপুরের খোলাহাটি ডাঙ্গার হাট এলাকার জাকির হোসেনের ছেলে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

স্থানীয়দের বরাতে দশমাইল হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, নিহত রুহুল আমীন মোটরসাইকেল যোগে সৈয়দপুরের উদ্দেশ্যে যাচ্ছিল চম্পাতলী ফকিরের মোড় এলাকায় পৌঁচ্ছালে বিপরীতদিক থেকে আসা দিনাজপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংর্ঘষ হলে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনার পর পরই  চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান।