দুর্ঘটনার পর ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারসিন্দুর ট্রেনটি ছেড়ে না আসায় মঙ্গলবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটির প্রভাতির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতের বেশিরভাগই প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বেশ কয়েকজনকে ঢাকার পুঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, আখাউড়া থেকে রাত সাড়ে ৮টার দিকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ভুল সিগন্যালের কারণে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চারজনের সবাই নিহত হয়েছেন। নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার, তাদের ছেলে সজীব মিয়া ও ইসমাইল মিয়া।
সুজন মিয়া গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে আজ ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। পথে দুর্ঘটনায় তার পরিবারের সবাই মারা যান।





