দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে : আলতাফ হোসেন চৌধুরী
'দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে'- শ্লোগানে মুখরিত বরিশালের সদর রোড থেকে অশ্মিনী কুমার মিলনায়তন এলাকা। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবন ইতিহাস তুলে ধরে এই শ্লোগান তোলেন বরিশাল জেলা বিএনপি আয়োজিত সমাবেশের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ১ জুলাই বরিশালের বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব হাবিব উন নবী সোহেল। জেলার ১০ উপজেলা ও ৮৭ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের ভিড়ে মুখরিত ছিলো বরিশালের সদর রোড ও আশেপাশের এলাকা।
এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থেকে বরিশালের জনপ্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারসহ প্রধান বক্তা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক
আরও পড়ুন: রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার
আকন কুদ্দুসুর রহমান মাহবুবুল হক নান্নু রওনাকুল ইসলাম টিপুসহ নেতৃবৃন্দ সরকারের অনিয়ম, অত্যাচার ও দূর্নীতিবাজদের প্রশ্রয় দেয়ার অসংখ্য প্রমান তুলে ধরে জালাময়ী বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে হাবিব উন নবী খান সোহেল বলেন, আন্দোলন সংগ্রামের ইতিহাস বিএনপির রাজনৈতিক ইতিহাস। দীর্ঘ নয়বছর একটানা সংগ্রাম করে স্বৈরাচারী এরশাদকে হঠিয়ে গণতন্ত্র পূনপ্রতিষ্ঠা করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বদলীয় সাংসদ ব্যবস্থা চালু করেন।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন
জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, এবায়েদুল হক চাঁন, আবু নাসের রহমতুল্লাহ এবং বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহ্।
মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানসহ নেতৃবৃন্দ। বিকেল সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত এই মুক্তি সমাবেশের সঞ্চালনায় ছিলেন
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।
এ সময় প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের গণতন্ত্রের পথপ্রদর্শক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার বিনা কারণে বিনাদোষে শুধু মাত্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কারাবন্দী করে রেখেছে। আপনারা রাজপথের আন্দোলনের জন্য প্রস্তুতি নেন। আমরা আর এই সরকারের কাছে কোনো দাবী জানাবোনা।অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি না হলে ফয়সালা হবে রাজপথে।
বরিশাল জেলা, মহানগর বিএনপির সমন্বিত উদ্যোগে যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।





