দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে রোববার (১ জুলাই) গভীর রাতে এক নৃশংস ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এক নারী তার স্বামীর পুরুষাঙ্গ ধারালো দা দিয়ে কর্তন করেছেন।
আহত স্বামী জাহিদুল ঘরামী (২৮) কে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনায় জাহিদুলের স্ত্রী নাসরিন বেগম (২০) কে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবি পুলিশের ওসি নিহত, স্ত্রী গুরুতর আহত
স্থানীয়রা জানান, জাহিদুল গোপনে অন্য এক নারীর সাথে বিয়ে করেছিলেন। এ বিষয়ে জানতে পেরে নাসরিনের সাথে তার বিরোধ চলছিল। রোববার রাতে ঐ বিরোধের জের ধরে নাসরিন ধারালো দা দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে ফেলেন।
জাহিদুলের বাবা আবুল কালাম আজাদ ঘরামী বলেন, "আমার ছেলের এই করুণ পরিণতির জন্য ছেলের বউ নাসরিন দায়ী। আমি এ ঘটনায় শাস্তি দাবি করছি।"
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
আমতলী থানার ওসি কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসরিনকে আটক করে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।"