শেখ হাসিনা আছেন বলেই অসহায় মানুষ আজ আর্থিক সহায়তা পাচ্ছেন: শিল্পমন্ত্রী

Any Akter
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৪ | আপডেট: ৭:৪৪ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
শিল্পমন্ত্রী এড.  নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবিঃ সংগৃহীত
শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (৭ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন শিল্পমন্ত্রী এড.  নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের অসহায় মানুষ আজ আর্থিক সহায়তা পাচ্ছেন। একজন অসহায় দরিদ্র মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু। এই টাকায় একজন অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

মন্ত্রী আজ নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বেএসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ফারহামা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান,  সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মামুন, রেজিষ্ট্রেশন কর্মকর্তা  সুরভী আফরোজসহ  অন্যরা। এসময় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলার ২০৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। 

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত