ইয়াসের খান চৌধুরী আহ্বায়ক
নান্দাইল উপজেলা বিএনপির কমিটি গঠন, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি নান্দাইল নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
নবগঠিত কমিটি ঘোষণার পর নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উক্ত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন এবং দীর্ঘদিন পর নান্দাইল উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।
উল্লেখ্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নান্দাইল উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ