চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে নিহত ২

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন । তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে থানার এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আব্দুল্লাহ ও মো. মানিক। এ ঘটনায় আহত দুজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে গুঞ্জন উঠেছে, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য এ প্রতিশোধ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা একটি প্রাইভেটকারে ছিলেন। এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বাকলিয়া থানা এলাকা থেকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক