চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদক'র অভিযান

Sanchoy Biswas
আব্দুল জাহির, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন  দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর  থেকে সন্ধ্যা পর্যন্ত  ৬ ঘন্টা দুদক সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিজান পরিচালনা করেন। 

আরও পড়ুন: তৃতীয় দফা বন্যায় তিস্তা তীরের হাজারো মানুষ পানিবন্দি

অভিযানকালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান তারা। অভিযান শেষে দুদক এর দল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথা বলে স্থান ত্যাগ করেন। 

এ বিষয়ে সন্ধ্যায় উপজেলা সাব-রেজিস্টার খালেদা বেগম বলেন, এ অফিসে আমি সপ্তাহে যোগান করেছি। পূর্বের কর্মকর্তা থাকাকালীন দুদকে একটি অভিযোগ করা হয়েছিল সে বিষয়ে দুদক তদন্তে আসেন। 

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

উল্লেখ, সাব রেজিস্টার অফিসের কর্মচারীদের বিরুদ্ধে নতি তলব,জালিয়াতি, ঘোষ গ্রহণ সহ  গ্রাহকদের এন্থার অভিযোগ রয়েছে।