পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন মোদি

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:১৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিন্ধু পানিচুক্তি স্থগিতের নয়াদিল্লির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পারমাণবিক হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি স্পষ্ট করে বলেন, “ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।

তিনি আরও ঘোষণা দেন, ভারত আর সিন্ধু পানিচুক্তিতে সম্মত নয়। ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পানিবণ্টনের এই চুক্তি স্বাক্ষরিত হলেও সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে তা স্থগিতের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

আরও পড়ুন: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল কারণ দূর করতে হবে’

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে চুক্তি স্থগিতের কথা জানায়।

মোদি বলেন, পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। ভারতের নদীগুলো শত্রু দেশকে সেচ দিচ্ছিল, যখন আমাদের কৃষকরা পানি থেকে বঞ্চিত ছিল। এখন থেকে ভারতের পানির ভাগ শুধুই ভারত ও তার কৃষকদের অধিকার।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের দেওয়া ‘পারমাণবিক হামলার হুমকির’ প্রতিক্রিয়াতেও ভারতীয় প্রধানমন্ত্রী কড়া অবস্থান নেন। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে