হঠাৎ বজ্রপাতে মাঝ বরাবর ফেড়ে গেলো মেহগনি গাছ
বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ মাঝখান থেকে ফেড়ে দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাছটি দেখার জন্য দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রাঘাতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান
এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রাঘাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারও ক্ষয়ক্ষতি হয়নি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। শুধু গাছটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়াই ভালো। এছাড়া দ্বিখণ্ডিত গাছটি দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া





