কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

Sadek Ali
রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৫ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে সার্বিক পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী, পুলিশ ও র‍‍্যাব।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ে আসছিলেন চালক অহিদুল বেপারী। রেন্ডিতলা এলাকায় আসলে যাতায়াতের সময় হর্ন দিলে মোটরসাইকেল আরোহী মেহেদি ঘরামী খাদে পড়ে যায়। পরে ধাওয়া দিয়ে মেহেদির লোকজন ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারীকে ব্যাপক মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ হয়। ভাংচুর করা হয় বেশকিছু যানবাহনও। সংঘর্ষে আহত হয়েছেন অহিদুল বেপারীর ভাই মিন্টু ঘরামী ও তার ছেলে আশিকসহ অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী, পুলিশ ও র‍‍্যাব। ফের সংঘর্ষের ঘটনা এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে যৌথ বাহিনীর চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

প্রসঙ্গত, সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারী ভুরঘাটা মজিদবাড়ির আক্কেল বেপারীর ছেলে ও মেহেদি ঘরামী পাশের উত্তর রাজদী এলাকার জলিল ঘরামীর ছেলে। তাদের দুইজনের বাড়ি পাশাপাশি হওয়ায় মুহুর্তেই দুটিপক্ষ সংঘর্ষে জড়ায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।