গোয়ালন্দে জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

Sanchoy Biswas
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ৩০ মে ২০২৫ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে গোয়ালন্দ উপজেলা "জিয়া স্মৃতির সংসদ" এর নেতৃবৃন্দ।

শুক্রবার (৩০ মে) সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়। ভোরে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জুম্মার নামাজ শেষে মিলাদ মাহফিল এরপর গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা, আবুল কাসেম মন্ডল,  সুবাহান মোল্লা, আবুল হাসান, কেরামত আলী, সংগঠনের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহিন মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা,সিনিয়র সহ-সভাপতি মো. শাহীন মৃধা,সহ সভাপতি মো. নিজাম মোল্লা,  সহ-সভাপতি আবুল হাসেম, , যুগ্ম সম্পাদক মো. ফজলু মন্ডল, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান,  পৌর শাখার  সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা,উজানচর ইউনিয়ন শাখার সভাপতি মনির খান,সাধারণ সম্পাদক সুরমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার খা,সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক বারেক শেখ,সাংগঠনিক সম্পাদক শরিফ শেখ,ছোট ভাকলার সভাপতি রুহুল আমিন বিশ্বাস,  উজানচর ৩ নং ওয়ার্ড সভাপতি মো. সামসু শেখ প্রমুখ। 

জিয়াউর রহমান ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তাকে ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল সৈন্যের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জিয়া।বিএনপি দিনটি তার ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমরা শোক কে শক্তিতে রূপান্তরিত করে স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশের আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশ করব নিরাপদ বাংলাদেশ।