নান্দাইলে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে হতদরিদ্রদের মাঝে ইউএনওর ভিজিএফ চাল বিতরণ

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ৮:৩০ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বর্তমান সরকারের ঈদ উপহার ভিজিএফ কার্ডের মাধ্যমে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে চাল বিতরণ করায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রশংসায় ভাসছেন। 

জানা গেছে, ইউএনও সারমিনা সাত্তার ঈদ উপহার ভিজিএফ কার্ড প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে পৌঁছে দিতে হতদরিদ্রদের তালিকা তৈরির দায়িত্ব প্রদান করেন নান্দাইলের মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজ সেবা অফিস ও ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের তালিকাভুক্ত করে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করছেন। ভিজিএফ কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারের তালিকাভুক্ত হয়েছেন নান্দাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। যেমন, কওমী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের হতদরিদ্র পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

এছাড়া নান্দাইলের সকল এতিমখানা সহ সকল মসজিদ সমূহের ইমামগণের মাধ্যমেও ভিজিএফ চালের কার্ড তালিকাভুক্ত করে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। এদিকে নান্দাইলের প্রত্যন্ত অঞ্চলে ইউএনও সারমিনা সাত্তার ভিজিএফ চাল বিতরণকালে আশ্রয়ণ প্রকল্পের আশ্রিতা পরিবার, ছিন্নমূল পরিবার ও শ্রমজীবী দিনমজুর ও শ্রমিকদের মাঝে স্ব শরীরে উপস্থিত হয়ে নিজ হাতে সরকারের ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করতে দেখা গেছে। 

নান্দাইলের এধরনের একজন ইউএনও এভাবে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল নিজ হাতে বিতরণ করায় সর্বত্র প্রশংসায় ভাসতে দেখা গেছে। হতদরিদ্র ভিজিএফ কার্ডধারীরা অনেকেই আবেগে আপ্লুত হয়ে বলেন, আমরারে কেউ কোন দিন এইবে চাওল দেয় নাই। কিন্তু এই ঈদের আগে আমরা ১০কেজি কইরা চাওল পাইয়া খুব খুশি অইছি। আল্লাহ টিএনও স্যারকে ভালা রাখুক। নান্দাইলের বিভিন্ন মহলের সুধীজনও এভাবে হতদরিদ্রদের তালিকা করে সরকারের ঈদ উপহার পৌঁছে দেওয়ায় ইউএনওর এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

উল্লেখ্য, নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে সর্বমোট ৩০ হাজার ৩শ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৩০০ মে.টন ও পৌর সভায় ৪ হাজার ৬শ ২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০মে.টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। 

এবিষয়ে নান্দাইল পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান বলেন, পৌর সভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র লোকজনের কাছে ভিজিএফ কার্ড পৌঁছে দিয়েছি এবং তা সুষ্ঠুভাবে বিতরণ অব্যাহত আছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, গত ঈদে ভিজিএফ চাউল বিতরণে বিভিন্ন ধরনের অভিযোগ উঠায় এই ঈদে সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রধানদের মাধ্যমে নান্দাইলের হতদরিদ্রদের তালিকা করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়াও আমি নিজে স্ব শরীরে গিয়েও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ভিজিএফের চাল বিতরণ করে আসছি। বিশেষ করে উপজেলার বরিদাস পল্লি (মুচি) পল্লি গুলোতেও আমি নিজ হাতে ভিজিএফ চাল বিতরণ করছি।