কুমিল্লার গ্রামে আওয়ামী লীগ নেতাদের সশস্ত্র মহড়া

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ০৩ জুন ২০২৫ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর থানার  গাঙ্গের কোট  গ্রামে এখনো প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাদের  মহড়া চলছে চাইনিজ কুড়াল, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র নিয়ে। গ্রামের আনাচে-কানাচে গলিতে বসছে সশস্ত্র পহারাও । ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার নয় মাস পরেও পলাতক নেতাদের গ্রামে প্রকাশ্যে এ ধরনের মহড়ায় আতঙ্কের সৃষ্টি করেছে। 

এলাকাবাসী জানায়, ৩নং আন্দি কোট ইউনিয়নের গাঙ্গের কোট গ্রামে  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের ও  কৃষকলীগের সভাপতি ফাতু মেম্বার বর্বরতা মধ্য দিয়ে গ্রাম শাসন শোষণ করা হচ্ছে। গ্রামবাসী ডরে ভয়ে মুখ খুলে প্রকাশ করছে না কেউ। ছাত্রলীগেরও ক্যাডার বাহিনীরা পালা ক্রমে মহড়া দিচ্ছে। গোপনীয়তায় এলাকাবাসী  কিছু ফুটেজ তুলেছে। রাত যতোই গভীর হয় ততই সশস্ত্র বৃদ্ধি পাওয়ায়। এতে এলাকায় সবাই আতঙ্কিত।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

এ বিষয়ে কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার ওসি মাসুদুর রহমান জানান, গাঙ্গেরকোট গ্রামটিতে সম্প্রতি পারিবারিক সামাজিক বিষয়টি নিয়ে দুইদলের মাঝে সংঘর্ষ হয়েছে। ভাঙ্গরা বাজার থানায় ওই ঘটনায় পরস্পর বিরোধী দুটি মামলাও করা হয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার আছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পাহারাদার কোন খবর আমাদের কাছে নাই। বর্তমানে এলাকায় শান্তি শৃঙ্খলা বিরাজমান আছে।