ঢাকায় কোরবানি দিতে গিয়ে আহত ৭৭
রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। এর মধ্যেই ঘটেছে বেশ কিছু দুর্ঘটনা। ঢাকা ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে গরুর লাথি, শিংয়ের গুতা এবং ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ৭৭ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে আসা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ৭৭ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তিনজনকে ভর্তি নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতসহ গরুর শিংয়ের গুতা ও গরুর লাথির আঘাতে শিশু ও নারীসহ মোট ৭৭ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
তিনি আরও বলেন, এদের মধ্যে তিনজন ভর্তি হয়েছেন এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।
প্রসঙ্গত, প্রতিবছর ঈদুল আজহার দিন পশু জবাই করার সময় অসাবধানবশত ধারালো অস্ত্রের আঘাতে বহু লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটে।





