শামীম ওসমান ও শালিকা ফেরদৌস আরা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি মনছুর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের উপর নির্যাতন ও গুমের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে শিল্পপতির মেয়ের জামাতা এ.কে.এম. তৌহিদুজ্জামান।  

শনিবার (১২ জুলাই) দুপুরে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পপতির মেয়ের জামাতা এ.কে.এম তৌহিদুজ্জামান।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন যাবত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্ণধার নরসিংদীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের অপরাধদের গডফাদার শামীম উসমান ও তার শালিকা ফেরদৌস আরা এবং তার বাহিনী বিশিষ্ট শিল্পপতি মুনছুর আহম্মেদের হাজার কোটি টাকার জমিসহ কোটি কোটি টাকা লুটপাটের উদ্দেশ্যে অত্যাচার নির্যাতন করে আসছে।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

শিল্পপতি মুনছুর আহম্মেদ বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত হয়ে বর্তমানে তিনি সিংগাপুরে চিকিৎসাধীন রয়েছে। তার একমাত্র ছেলে মারা যাওয়ায় উনার স্ত্রী স্টোক করে বিছানায় শয্যাশায়ী রয়েছে। তাদের একমাত্র মেয়ে লামিয়া ইবনাত লিনাকে হত্যার উদ্যেশ্যে গুম করে রেখেছে শামীম উসমান ও তার বাহিনী।

তিনি আরও বলেন, বর্তমানে শামীম উসমানের শালিকা ফেরদৌস আরা, নাবিল ওয়ারিশ, ইসরাত জাহান ইসমি, মাহিরা চৌধুরীর হেফাজতে শিল্পপতির একমাত্র কন্যা লামিয়া ইসরাত লিনা আটক রয়েছে। 

এবিষয়ে থানায় তিনি ইতিপূর্বে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েও ব্যর্থ হয়েছেন। লিখিত অভিযোগ করে প্রশাসনের সহযোগীতা না পেয়ে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন শিল্পপতির একমাত্র মেয়ের জামাতা এ.কে.এম তৌহিদুজ্জামান। অভিলম্বে শামিম উসমানের শালিকা ফেরদৌস আরা ও তার বাহিনীর কবল থেকে তার স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকজনকে উদ্ধার করে দোষীদের বিচারের দাবী জানান তিনি।