আওয়ামী লীগ ‘শাহী চাঁদাবাজ’, বিএনপি ‘ছ্যাঁচড়া চাঁদাবাজ’: ফয়জুল করীম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ৩:০০ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ ও বিএনপিকে চাঁদাবাজ দলের আখ্যা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ।”

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

ফয়জুল করীম বলেন, “এই দুই দলের কাছে দেশের মানুষ আর নিরাপদ নয়। একদল শাহী কায়দায় চাঁদাবাজি করে, আরেক দল মুচি-টেম্পোস্ট্যান্ড পর্যন্ত গিয়ে চাঁদা তোলে।” তিনি বলেন, “দেশে চাঁদাবাজমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “কাঁটাতারের বেড়া আসল বিভাজন নয়, মূল পার্থক্য আদর্শের। এ দেশ মুসলমানদের দেশ। যদি ইসলামকে ধ্বংস করা যায়, তাহলে বাংলাদেশ একদিন ভারতের অংশ হয়ে যেতে পারে। কাশ্মীর ও হায়দরাবাদও একসময় স্বাধীন ছিল, এখন দখল হয়ে গেছে।”

আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও

তিনি ভারতের একটি মানচিত্র প্রসঙ্গে মন্তব্য করেন, যেখানে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

হাতপাখা প্রতীকের প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, “নৌকা, ধানের শীষ, লাঙল—সবকিছু পরীক্ষা করেছেন, এবার একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার ফেল করেছে, আমরা একবার ফেল করলেও আর আসবো না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।