অবৈধ বালির স্তুপ নিলামে দেড় লাখ টাকায় বিক্রি
রূপগঞ্জে ৪০ বছরের পুরনো অবৈধ গরুর হাট বন্ধ করে দিলো প্রশাসন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪০ বছরের পুরনো অবৈধ গরুর হাট বন্ধ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় পাশে থাকা ৭টি অবৈধ বালির গদির বিপুল পরিমাণ বালির স্তুপ মাত্র দেড় লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে দেন।
১৮ আগস্ট রোজ সোমবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নম্বর সেক্টর এলাকায় জনতা হাই স্কুলের নামে চলা অবৈধ এই হাটে অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, আহত ৭
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুগ যুগ ধরে সরকারি ভাবে কোনো ইজারা না দিয়ে একটি স্কুলের নামে গরুর হাট চলে আসছে। সপ্তাহে সোমবার হওয়া এ হাটটি রাজউকের জমি দখল করে হয়ে আসছে। এছাড়া হাটটির কারণে স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। তা বন্ধ করে, অভিযান পরিচালনা করে কাঠ-বাঁশ উচ্ছেদ ও হাটের সরঞ্জাম জব্দ করেছি। পাশাপাশি বেশ কয়েকটি অবৈধ বালির গদির ব্যবসায়ীদের না পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিলামে ১ লাখ ৫০ হাজার টাকায় স্তুপগুলোতে থাকা বালি বিক্রি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নরসিংদীতে ১৭ মামলার আসামি গ্রেফতার, অস্ত্র–মাদক ও গানপাউডার উদ্ধার