জেলা প্রশাসক ওএসডি, প্রত্যাহার হচ্ছে ওসি–এসপিও

পাথর লুট ঠেকাতে আলোচিত ম্যাজিস্ট্রেট সরোয়ারকে সিলেটে ডিসি নিয়োগ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের বহুল আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসক মাহবুব মুরাদকে ওএসডি করা হয়েছে। লুট ঠেকাতে আলোচিত ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার—কেউ প্রত্যাহার করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে থানার ওসি ও এসপিও-র বিরুদ্ধেও।

অভিযোগ, রাজনৈতিক সংঘবদ্ধ চক্র স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বাগবাটোয়ারা করে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্রগুলোর সাদা পাথর লুট করে বিক্রি করে দেয়। থানা পুলিশ ও ভূমি অফিস কোনো ব্যবস্থা নেয়নি। রাজনৈতিক দুর্বৃত্তদের সঙ্গে তাদের গোপন যোগাযোগ ও আর্থিক লেনদেন তদন্তে আংশিক প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

বিগত চার মাস ধরে শত শত ট্রাকে ভরে প্রকাশ্যে দিনের বেলায় পাথর বিক্রি করা হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পাথর লুটের দীর্ঘ সময়ে রহস্যজনক কারণে তারা নীরব ভূমিকা পালন করে।

ঘটনাটি দেশ–বিদেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি করলে সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে অভিযানে নামে প্রশাসন। সর্বশেষ সেনাবাহিনীর হস্তক্ষেপে পাথর উদ্ধার কাজ শুরু হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় তাকে ওএসডি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে তার স্থলাভিষিক্ত করা হয়েছে আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলমকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সরোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ডিসি মাহবুব মুরাদকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। সাদা পাথর ও জাফলংয়ের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি।

প্রসঙ্গত, সাদা পাথর লুটের ঘটনা জানাজানি হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। তখন শের মাহবুব মুরাদ প্রশাসনের কোনো দোষ বা দায় ছিল না বলে বক্তব্য দিয়ে সমালোচিত হন।

এদিকে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের নীরবতায় রাজনৈতিক দুর্বৃত্তরা বাগবাটোয়ারা করে বিক্রির প্রমাণ পেয়েছে সরকারি কমিটি। বিএনপি থেকে কোম্পানীগঞ্জের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও কয়েকজন ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

সরকার কঠোর ভূমিকার জন্য পরীক্ষিত আলোচিত ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ ও আইন উপদেষ্টার একান্ত সচিব সরোয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে। নতুন জেলা প্রশাসক সূত্র জানায়, তিনি এ সপ্তাহে যোগদান করবেন।

তার প্রধান কাজই হবে লুণ্ঠিত পাথর উদ্ধার করা ও পাথর দস্যুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।