মুন্সীগঞ্জে দু'টি দেশি পাইপগানসহ মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জে দু’টি দেশি পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকির (৩৮) নামক এক মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ শহরের নতুনগাঁও এলাকার ওই মাদক কারবারির নিজ বসতঘর থেকে আটক করা হয়।
আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান
এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে দু’টি দেশি পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানিক দল। অভিযুক্ত জাকির মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক লুৎফর রহমান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দু’টি আলাদা মামলা হয়েছে। আটক ব্যক্তিকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন