ভাঙ্গা বিভক্তির প্রতিবাদে সড়ক অবরোধ, স্থবির দুই মহাসড়ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে অবরোধ কর্মসূচিতে নেমেছে স্থানীয়রা। এতে একযোগে স্থবির হয়ে পড়েছে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়ক।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয়। এর ফলে দুই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। তবে অবরোধকারীরা মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।”
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ডাক দেওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয়রা ঘোষণার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধে নামেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ
অবরোধকারীরা ঘোষণা দিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং প্রয়োজনে দীর্ঘ সময় অবরোধ চালিয়ে যাবেন।