গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ডা. বাচ্চু

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৪ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কলেজের এক হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

আরও পড়ুন: কমলনগরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি বই বিক্রির অভিযোগ

এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিএনপি নেতা নুরুল আমিন আকন্দ, শাহজাহান মোড়লসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।