মিথ্যা মামলায় জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদ ভুক্তভোগী পরিবারের

লক্ষ্মীপুরে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা মামলায় জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. বাহার উদ্দিন ভেন্ডারের পরিবার। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. বাহার উদ্দিন ভেন্ডার বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় আমার আত্মীয় আমির হোসেন ভেন্ডার সন্ত্রাসী হামলার শিকার হন। তখন তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার সময় উপস্থিত জনগণ দেখেছে কে তাকে হামলা করেছে।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
ওই ঘটনায় কামাল হোসেন দীপু নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে দীপু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়, যে ঘটনাটি সে একাই ঘটিয়েছেন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে ওই ঘটনায় হওয়া মামলায়, আমাকে ও আমার ছেলে তুষার ভেন্ডার এবং অপু নামে আরো একজনকেও আসামী করা হয়। আবার ঘটনার কয়েকদিন পর আমাকে ও আমার ছেলেকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। এতে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে আমাদেরকে হয়রানি এবং আমাদের সন্মান নষ্ট করা হচ্ছে। আমি মিথ্যা মামলা ও এই ধরনের সংবাদ এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে হামলার ঘটনার সঙ্গে আমি ও আমার পরিবারের কেউ জড়িত নয়। কথাটি আদালতে কামাল হোসেন দীপুও স্বীকার করেছেন। আমির ভেন্ডারের সাথে দীপুদের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে ধরে দীপু হামলার ঘটনাটি ঘটিয়েছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আমি ও আমার পরিবারের কেউ জড়িত না থাকা সত্ত্বেও আমির ভেন্ডারের মেয়ের জামাই ও স্বজনরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এই ঘটনায় আমাদেরকে মারধর করবে ও পুনরায় নারী নির্যাতন এবং শ্লীলতাহানিসহ বিভিন্ন মামলায় জড়াবে। এসব বিষয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কিত রয়েছি। আমি সাংবাদিকদের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।