অল্পবৃষ্টিতে তলিয়ে যায় নরসিংদীর অফিসপাড়া

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অল্প বৃষ্টি হলেই তলিয়ে যায় নরসিংদী পৌর শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সরকারি ডরমিটরি, স্কুল-কলেজসহ আশপাশের রাস্তাঘাট। আর এসব সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে হাঁকডাক দেওয়া হলেও কার্যত সমাধান হয় না। বেশ কয়েক বছর ধরেই চলছে এ অবস্থা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে অল্প বৃষ্টিপাতের ফলে পুরো শহরজুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। এতে মহাভোগান্তিতে পড়েন অফিস করতে আসা কর্তাব্যক্তিরা।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সরজমিনে ঘুরে দেখা যায়, সোমবার সাতসকালে শুরু হয় বৃষ্টি। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে শহরে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জজকোর্ট, ফায়ার সার্ভিস, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, সার্কিট হাউস, ডরমিটরি ভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও আবাসিক এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যায়। আর এসব এলাকায় বৃষ্টি এলেই ড্রেনগুলো উপচে পানি অফিস-আদালতে প্রবেশ করে। কোথাও ড্রেনের ওপরই স্থাপনা নির্মাণ, কোথাও বা বালু-মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। যে খাল দিয়ে বৃষ্টির পানি নামত সেগুলোও ভরাট হয়ে গেছে। আর সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস করতে আসা কর্মকর্তারা পড়েন বিপাকে। এ সময় অধিকাংশ কর্মকর্তাকে তাদের পরিধেয় কাপড় হাঁটুর উপর তুলে অফিসে প্রবেশ করতে দেখা যায়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, অসুন্দর হলেও কিছু করার নাই। অফিস করতে হবে। খারাপও লাগে, তবে এটা ছাড়া অন্য কোনো উপায় নাই। তিনি আরও বলেন, অল্প বৃষ্টিতেই শহর তলিয়ে যাওয়ার মূল কারণ হলো অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত এবং ভরাট হয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থা, এবং অবৈধ স্থাপনা নির্মাণ। এই কারণগুলোর ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়। এছাড়াও খাল ও জলাশয়গুলো দখল করে মার্কেট ও দোকানপাট নির্মাণ করা হয়েছে, যা পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর এসব জনদুর্ভোগ লাগব করতে পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান