অষ্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
গোলাম মোস্তফা মন্টি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদুল ইসলাম ভূইয়া, সুজন আচার্য্য ও মিথিলা ফারজানা নদীর সঞ্চালনায় এবং উপজেলা শাখার সভাপতি সুরুজ আলী ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস।

আরও পড়ুন: কুলাউড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুলাল দে, মহা সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, সহ-মহা সম্পাদক হাসান গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তপন, সমবায় সম্পাদক আব্দুস সাদেক ও সহ-ক্রীড়া সম্পাদক মাজহারুল হক জাকির। উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।

সম্মেলন শেষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে সভাপতি এবং অর্থ সম্পাদক হাসান গোলাম সারোয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন