ফেনীতে শিশুশ্রম নিরসনে পরিদর্শন সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে শিশুশ্রম নিরসনে পরিদর্শন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে শহরের সদর হাসপাতাল ও হাজারী রোডে এ পরিদর্শন সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনে কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক শ্যমল চন্দ্র সরকার, শুভংকর দত্ত, পরিদর্শক সাধারণ রোমান মিয়া, ফেনী চেম্বারের বজলুল করিম মজুমদার হারুন, সাংবাদিক ইলিয়াছ সুমন উপস্থিত ছিলেন। পরিদর্শনে বিভিন্ন গ্যারেজ, ওয়ার্কশপ, হোটেল, বেকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম নিরসনে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করতে আহ্বান জানানো হয়। এ সময় জনসচেতনতা মূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদ জানান, সরকারের নির্দেশনা মোতাবেক ফেনীর আঞ্চলিক অফিসের আওতাধীন এলাকা সমূহে শিশু শ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ সভা, বিশেষ পরিদর্শন সভা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রতিষ্ঠান মালিকদের সচেতন করা হচ্ছে। আগের চাইতে ফেনীতে শিশু শ্রম কমে এসেছে।