লক্ষ্মীপুরের রামগতিতে চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

Sanchoy Biswas
খন্দকার মুজাহিদুল ইসলাম, রামগতি উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০ ঘটিকায় ৭নং চর রমিজ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ম-এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

চর রমিজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহির উদ্দিন বারব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

চর রমিজ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মনজুর মোরশেদ জুয়েল, যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন ডলার, সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ মো. শিব্বির, সিনিয়র যুগ্ম আহবায়ক জমির আলী, মহিলা দলের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার মুক্তা সহ আরও অনেকে।