জোর করে বৃদ্ধের চুল কাটা
সংস্কৃতি কর্মীদের চুল কেটে প্রতীকী প্রতিবাদ

ময়মনসিংহে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদে সংস্কৃতিকর্মীরা প্রতীকী কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরের শিল্পাচার্য জয়নুল উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অনুষ্ঠিত এক স্মরণসভায় আয়োজকের চুল কেটে এ প্রতিবাদ জানানো হয়।
অনুষ্ঠানটি ছিল সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী লালনকন্যা ফরিদা পারভীনের স্মরণে, যা আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন পরম্পরা। অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল— “আল্লাহ তুই দেহিস: মাজার ভাঙার সংস্কৃতিতে আঘাত, মানুষের ওপর অত্যাচারকারীদের ঘৃণা।”
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দায় হালিম ফকির নামে পরিচিত এক ব্যক্তির চুল জোর করে কেটে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদ জানাতে অনুষ্ঠানের শুরুতে আয়োজক ও পরম্পরা-র সভাপতি কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্যে শামীম আশরাফ বলেন, “চুল কেটে দেওয়ার সময় হালিম ফকির সর্বশেষ বলেছিলেন, ‘আল্লাহ তুই দেহিস’। এই ‘দেহিস’-এর ভেতর দিয়েই আমরা আজ প্রতিবাদ জানাচ্ছি। মাজার সংস্কৃতি ও শিল্প-সংস্কৃতির ওপর যে আঘাত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই আয়োজন।”
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
বরইতলায় সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে ফরিদা পারভীনের ছবি, তার গাওয়া লালনগানের লাইন এবং গাছে ঝুলানো ব্যানারে লেখা গানের অংশ বিশেষ সজ্জিত করা হয়। তরুণ শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন সকাল ১০টা পর্যন্ত।
স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও গবেষকরা জানান, ফরিদা পারভীন শুধু লালনের গানই নয়, মানবতার বাণী বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। তার প্রয়াণে জাতি গভীরভাবে শোকাহত।
অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা বলেন, লালনের গান ও ফরিদা পারভীনের অবদান তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা একসঙ্গে কাজ করবেন।