মঠবাড়িয়ায়ায় অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Sadek Ali
মো. জাহিদ উদ্দিন পলাশ, মঠবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ ভস্মিভূত হয়েছে। 

গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ বন্দর  জামে মসজিদ  সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি

 অগ্নিকাণ্ডে আনুমানিক  এক থেকে দের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে। স্থানীয়দের সূত্রে জানাগেছে, গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে শহরের দক্ষিণ বন্দর মহল্লার একটি মার্কেটে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরীরা।এলাকাবাসি ছুটে আসার আগেই পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড়ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা আগুনে সর্বশান্ত হয়ে পথে বসেছেন।

আরও পড়ুন: চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. কালাম মিয়া বলেন, আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের কারন তদন্ত করে দেখবেন বলে ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন।