বিএনপির সাবেক নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান

বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক লাইভে এসে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন।
আরও পড়ুন: হবিগঞ্জের চুনারঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ফয়জুল করিম পূর্বে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।
ফেসবুক লাইভে আওয়ামী লীগে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে স্বাধীনতাবিরোধী ও সুবিধাভোগীরা ক্ষমতার লোভ দেখাচ্ছে। এই প্রবণতা ঠেকাতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক ও জনগণের আশ্রয়স্থল।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০
তবে তিনি কীভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ফয়জুল করিমের বর্তমানে বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।