নবীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

Sanchoy Biswas
স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:২১ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে হিন্দুত্ববাদী চক্রান্ত ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল ও মানববন্ধন আঞ্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ ইব্রাহিমের সভাপতিত্বে এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস নবীগঞ্জ শাখার সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম পরিচালনায় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজিরটেক এলাকায় শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসকনকে ‘উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকনের কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ আহমদ কামালপুরী, হাফেজ মাওলানা আব্দুল্লাহ নাইম, ক্বারী মকবুল হুসাইন এবং সমন্বয়ক হাবিবুর রহমান হাবীব।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার