অপহরণের দুইদিন পর ইসমাইল মোল্লাকে বাগেরহাট থেকে উদ্ধার
ঝালকাঠিতে দৈনিক বাংলাবাজার পত্রিকায় জেলা প্রতিনিধি মোল্লা শাওন এর পিতা ইসমাইল মোল্লা ওরফে আয়নালী হক (৬৫) নিখোঁজ হওয়ার ২দিন পরে বাগেরহাট থানা পুলিশ উদ্ধার করেছেন। গত বৃহস্পতিবার ৭ নভেম্বর সন্ধ্যা ৭ টায় বাগেরহাটের বারাকপুর যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রজেক্ট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে বাগেরহাট থানা পুলিশের একটি চৌকস টিম এসআই গৌতম সাহার নেতৃত্বে উদ্ধার কাজ সম্পন্ন করে ঝালকাঠি থানা পুলিশকে হস্তান্তর করেন। বর্তমানে উদ্ধারকৃত ইসমাইল মোল্লাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর সকাল ১১ টার দিকে ঝালকাঠি সদর রূপনগরের একটি কাপড়ের দোকান থেকে ইসমাইল মোল্লা নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া ঘটনায় ওই দিনই ঝালকাঠি সদর থানায় সাংবাদিক মোল্লা শাওন (সোহাগ) নএকটি জিডি করেন। জিডি নং ২০০,তারিখ ৫/১১/২৫।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত
সাংবাদিক মোল্লা শাওন জানান,তার বাবা ইসমাইল মোল্লা নিখোঁজ হয়নি। তাকে অপহরণ করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ এবং কিছু কল রেকর্ডের ভিত্তিতে এ অপহরণের সত্যতা পাওয়া গেছে। অপহরণের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আমার পিতা ইসমাইল মোল্লা ছিলেন আমাকে হত্যার চেষ্টা মামলার ১নং সাক্ষী ছিলেন। তিনি যাহাতে সাক্ষী দিতে না পারেন এজন্য একটি সন্ত্রাসী বাহিনী, হত্যা চেষ্টা মামলার আসামিরা তাকে অপহরণ করে। অপহরণের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ডের ভিত্তিতে নতুন মামলার বিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও পরিবার স্বস্তি প্রকাশ করেছে। পুলিশ জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বিএনপির দুইপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ৫০





