রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে ২ জন ঘটনাস্থলে ও ১ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

আরও পড়ুন: বিএনপির দুইপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ৫০

নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০) এবং এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩)। নিহতদের লাশ পরিবারের সদ্যরা নিয়ে গেছেন। 

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যারা কোনো আসন পাবে না তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: খোকন

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু চারঘাট বাজার থেকে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারুফ ও শিমুল মারা যান এবং  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তুহিনও মারা যান।