যারা কোনো আসন পাবে না তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: খোকন

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যারা কোনো আসন পাবে না এবং জামানত রাখতে পারবে না, তারাই আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

তিনি বলেন, নির্বাচন ঘোষণা হয়েছে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আর সেখানে কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে নির্বাচনের জন্য মুখিয়ে আছে। মানুষ তার ভোট প্রয়োগের জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছে। তাই বাংলাদেশের মানুষ এখন ভোট চায় এবং তার পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চায়। 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। সেখানে দুই-একটি দলের কোনো চক্রান্ত-ষড়যন্ত্র নির্বাচন পণ্ড করতে পারবে না। দেশের জনগণ স্পষ্ট দেখতে পারছে, নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে যাবে। তাই আমরা মনে করি নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে যারা যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন আমি মনে করি তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়।

আরও পড়ুন: বিএনপির দুইপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ৫০

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম (বাবুল), যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, আকবর হোসেন, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুঁইয়া,  বি জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, ফারুক উদ্দিন ভুঁইয়া, আমিনুল হক বাচ্চু, শাহজাহান মল্লিক, ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

এদিকে বর্ণাঢ্য র‌্যালীটিতে সফল করতে নরসিংদী পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী নেতাকর্মীরা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন রে-বেরং এর ছবি ফ্যাস্টুন, ব্যানার এবং ব্যাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে উপস্থিত হতে থাকে। দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি ও নানা স্লোগানে রাজপথ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে সভা শেষে পৌর ঈদগাহ মাঠ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।