নির্বাচনী জোয়ার চলছে, সংশয় ছড়াচ্ছে স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে এখন নির্বাচনী জোয়ার বইছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে— এমন প্রাণবন্ত নির্বাচনী পরিবেশে কোনো সংশয় বা উদ্বেগের জায়গা নেই। যারা সংশয় ছড়াচ্ছে, তারা আসলে স্বৈরাচারের দোসর।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘জুলাই বিপ্লবের পর রাজনৈতিক সহযোগিতা না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের কিছু ভুল হয়েছে’
প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো দ্বিধা বা অনিশ্চয়তা নেই। রাজনৈতিক দলগুলো গণভোট ইস্যুতে দ্রুত সিদ্ধান্তে এলে আমরা আরও দ্রুত ও সুষ্ঠুভাবে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে পারব।
এর আগে শফিকুল আলম কলেজ রোডে সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
আরও পড়ুন: প্রার্থী ঘোষণা করে সারাদেশ নির্বাচনমুখী করার কৌশল বিএনপি’র
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





