নেত্রকোনায় আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন
ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে ‘আর্ত মানবতার সেবায়’ উদ্যোগে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. আনোয়ারুল হক।
আরও পড়ুন: বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ উয়ারী-বটেশ্বর
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ডা. আনোয়ারুল হক ও তার সহধর্মিণী ডা. লুৎফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. লুৎফা হক বলেন, মানবতার সেবায় আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প নভেম্বর মাসজুড়ে সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলবে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ১০ জন অভিজ্ঞ চিকিৎসক সারাদিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
আরও পড়ুন: নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
চিকিৎসা নিতে আসা স্থানীয়রা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা বলেন, যদি নিয়মিত এমন ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়, তাহলে গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।
নেত্রকোনা সদর হাসপাতালের অংশগ্রহণকারী চিকিৎসকরা জানান, ডা. আনোয়ারুল হকের সহযোগিতায় এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
ডা. আনোয়ারুল হক বলেন, ৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। এই দিন থেকেই আমরা ‘আর্ত মানবতার সেবায়’ ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু করেছি। মানবতার সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি সবসময়ই গণমানুষের দল এবং মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। মেডিকেল জীবনের শুরু থেকেই আমি মানবসেবার কাজে যুক্ত ছিলাম, তবে অতীতের দমন-পীড়নের কারণে সে ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। এখন দেশ মুক্ত, তাই মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।





