শরীয়তপুর-১ আসনে গণ অধিকার পরিষদ নেতা অ্যাডভোকেট ফিরোজের নির্বাচনী প্রচারণা

Sanchoy Biswas
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরে ট্রাক মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসন থেকে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কোটবাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত অর্ধশত

গণসংযোগ শেষে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি বলেন, “আমি শরীয়তপুর-১ আসনে গণ অধিকার পরিষদ মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। যারা আমাদের সঙ্গে কথা বলছেন, তারা গণ অধিকার পরিষদের রাজনীতি ও নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন। দেশের জন্য ভিপি নূর যেভাবে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়েছেন, তা আজ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণেই তাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আস্থা তৈরি হয়েছে। আমি নির্বাচিত হলে এ আসনের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো, ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সহ-সভাপতি হেমায়েত হোসেন, যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম খান, সদর উপজেলার সভাপতি শাহীন কোটারি, ছাত্র অধিকার পরিষদ জেলার সিনিয়র সহ-সভাপতি কাইয়ুম মাতুব্বর, দপ্তর সম্পাদক আশিক হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল খান প্রমুখ।

আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান